নতুন বছরে Google pay ব্যবহারে দিতে হবে চার্জ, থাকছে বিশেষ সুবিধা
জানুয়ারি ২০২১ থেকে Google pay পেয়ার টু পেয়ার পেমেন্টের সুবিধা বন্ধ করতে চলেছে। ২০২১সাল থেকে টাকা পাঠাতে গেলে দিতে হবে নির্দিষ্ট শুল্ক, এমন টাই শোনা যাচ্ছে। এরপর থেকে এই অ্যাপসে কিছু পরিবর্তন আনা হচ্ছে,যার মাধ্যমে টাকা খুব সহজ ভাবে এবং তাড়াতাড়ি প্রেরন করা যাবে।এইসব সুবিধার জন্য এই অ্যাপ থেকে কিছু টাকা চার্জ করা হতে পারে।
যদিও সংস্থার পক্ষ থেকে এখনো পরিষ্কার করে কিছু জানানো হয়নি।, যে কত পরিমাণে টাকা ধার্য করা হয়েছে। Google pay এখন শুধুই pay.google.com থেকে টাকা পাঠানোর সুবিধা দেয়। সংস্থার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে ওই ওয়েব অ্যাপটি বন্ধ করা হচ্ছে। জানুয়ারি মাস থেকে pay.Google অ্যাপের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন না , ব্যবহার করতে হবে Google pay। বর্তমানে ডেবিট কার্ডের মাধ্যমে টাকা পাঠাতে গেলে ১.৫ শতাংশ বা ০.৩১ ডলার শুল্ক দিতে হয়।ইনস্ট্যান্ট মানি ট্রান্সফারের ক্ষেত্রে নির্দিষ্ট শুল্ক দিতে হবে কাস্টমার দের এমনই সম্ভাবনা রয়েছে।