বাড়িতে বসেই রিনিউ করতে পারবেন নিজের ড্রাইভিং লাইসেন্স
10/01/2021
Spread the love
এবার, বাড়িতে বসেই রিনিউ করতে পারবেন নিজের ড্রাইভিং লাইসেন্স। করোনার প্রকোপে ভিড় এড়ানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন সরকার। এখন অফিস, ব্যাংকের কাজ কর্ম সবই অনলাইনে করা যাচ্ছে। অফিসে মানুষের দিন দিন আসা যাওয়ার সময় ও কাজের সমস্যা হয়, তেমনি ভিড় ও এড়ানো সম্ভব।
এর জন্য আপনাকে পরিবহন বিভাগের ওয়েবসাইটে যেতে হবে www.paribahan.gov.in এ লগইন করতে হবে। লগইন করার পর বিভিন্ন অপশন গুলোতে ক্লিক করে নিজের ডকুমেন্টস আপডেট করতে হবে, আপডেট করার পর পেমেন্ট করলে আপনার লাইসেন্স রিনিউ হয়ে যাবে।
এর জন্য ডকুমেন্ট হিসেবে অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড এবং পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে। তবে কোন ব্যক্তির বয়স যদি ৪০ বছরের উর্ধ্বে হয় তাহলে ডাক্তারের কাছ থেকে ফর্ম-A ফিলাপ করে আপলোড করতে হবে।