PUBG কেন নিষিদ্ধ করা হলো?
কেন্দ্রীয় সরকার নিষিদ্ধ করে দিল পাবজি গেম। পাবজি একটি দক্ষিণ কোরিয়ার সংস্থা তাহলে কেন নিষিদ্ধ করা হলো পাবজি সহ ১১৮টি অ্যাপ। ফের লাদাখ এর প্যাংগং লেক চিনা আগ্রাসনের প্রতিবাদ বলে সূত্রের খবর। তথ্যপ্রযুক্তি আইনের ( ৬৯ এ) ধারায় পাবজি গেম এর উপর নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক। এর কারণ হিসেবে বলেছেন দেশের সার্বভৌমত্ব ও সুরক্ষা যা দেশের পক্ষে বিপজ্জনক। দেশে প্রায় তিন কোটির বেশি মানুষ পাবজি খেলেন। কেন্দ্রীয় মন্ত্রকের থেকে জানানো হয়েছে যে তথ্য চুরির বহু অভিযোগ জমা পড়েছে। সম্প্রতি জানানো হয়েছে প্লে স্টোর ও অ্যাপেল স্টোরে এমন কিছু অ্যাপ রয়েছে যেগুলি ভারতে তথ্য চুরি করে বাইরে পাচার করছে। সমস্ত অভিযোগ দেখে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্র তথ্যপ্রযুক্তি মন্ত্রক এমনই জানাচ্ছে গালওয়ান এর ঘটনার এর পর কিছু অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল। তখন থেকেই নজরে রেখেছিল এই অ্যাপটি কে। এটি একটি খুবই বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

এটি দক্ষিণ কোরিয়ার একটি সংস্থা তার সঙ্গে চিনা-যোগ কোথায় ?
তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছেন এর মধ্যে গভীর যোগ রয়েছে পাবজি এবং চীনের মধ্যে। এই পাবজি গেমের কিছু শতাংশ শেয়ার রয়েছে চিনা সংস্থার কাছে। এই পাবজি গেম টি সার্ভার রয়েছে চিনা তে। এই পাবজি গেম টি কন্ট্রোল করছে চীন।এই সময়ে জাতে পাপজির দ্বারা দেশের কোনো ক্ষতি না হয়ে যায় তার জন্য ব্যান করা হলো পাবজি কে। এই পাবজি গেম এর দ্বারা যদি কোনো তথ্য নিয়ে নেয় যার জন্য নিষিদ্ধ করা হলো পাবজি। কেন্দ্রীয় মন্ত্রক দেশের স্বার্থে এবং দেশের জনগণের স্বার্থে এই পাবজি গেম টি নিষিদ্ধ করল।