আমেরিকাতে নিষিদ্ধ হলো tik tok ও wechat
19/09/2020
Spread the love

ভারতের পরে আমেরিকাও নিষিদ্ধ হতে চলেছে দুটি বিখ্যাত ও জনপ্রিয় চিনা অ্যাপ tik tok এবং wechat
ভারতের পাশে থেকে ভারতের সঙ্গে হাত মিলিয়ে এবং দেশের নিরাপত্তা ও জনগণের সুরক্ষার কথা মাথায় রেখে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দুই চিনা অ্যাপ নিষিদ্ধ করার কড়া সিদ্ধান্ত নিয়েছেন।

আমেরিকার তথ্যপ্রযুক্তি মন্ত্রী জানিয়েছেন চীনের এই tik tok ও wechatবন্ধের ফলে তাদের অর্থনৈতিক ব্যাপক নিম্নগতি হতে পারে এর জন্য আমেরিকা এবং চীনের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে।
আমেরিকার বাণিজ্যসচিব উইলবার রস এর এক বিবৃতিতে বলেছেন এই কমিউনিস্ট চীনারা tik tok ও wechat এর মাধ্যমে দেশের মধ্যে জাতীয় নিরাপত্তা বৈদেশিক নীতি ও দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে বিপদজনক করে ফেলতে পারে।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প আমেরিকার বাসীদের কাছে দেশের সুরক্ষার জন্য জনগণকে সর্বদা সতর্ক ও সজাগ থাকার জন্য নির্দেশ দিয়েছেন। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে বিদেশী অ্যাপ বর্জন করে দেশীয় অ্যাপ ও দেশীয় পণ্য ব্যবহার করার নির্দেশ দিয়েছেন।