ভারতে এই প্রথম তৈরি হল কাঁচের ব্রিজ
ভারতে এই প্রথম তৈরি হল কাঁচের ব্রিজ। চীনের মতো করে বিহারের রাজগীর শহরে প্রথম কাঁচের ব্রিজ তৈরি করা হয়েছে। সেই ব্রিজ এখন পর্যটকদের আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এই বিহারের রাজগীর শহরে অনেক উচু করে কাঁচের স্কাইওয়ার্ক তৈরি করা হয়েছে। এই ব্রিজের উচ্চতা ২০০ ফুট, এবং এটি লম্বায় ৮৫ ফুট।
দেশ-বিদেশে পর্যটকরা বিহারের রাজগীর শহরে প্রতিবছর বেড়াতে আসেন। এই ব্রীজ এত উঁচু হওয়া সত্ত্বেও ব্রিজ থেকে আপনি পায়ের নিচের মাটি কে খুব সহজেই দেখতে পারবেন। যা পর্যটকদের কাছে এই ব্রিজ টি রোমাঞ্চকর ও প্রধান আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠেছে।
ব্রিজ এর আশেপাশের অঞ্চল গুলিকে আরো আকর্ষনীয় ও নতুনভাবে নানারকম নির্মাণ করছে বিহার সরকারের পর্যটন মন্ত্রক। এবং এখানে নানান ধরনের পার্ক তৈরি করা হয়েছে এবং নানান ধরনের দেশ-বিদেশের গাছ রয়েছে এই পার্ক গুলিতে। যা মানুষজন দের এখানে আসার জন্য অনুপ্রেরণা জাগাবে। সম্ভবত নতুন বছরে সাধারণ মানুষজনেদের জন্য এই পর্যটন কেন্দ্রটি খুলে দেয়া হবে বলে জানা গিয়েছে।