কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানালো সিরাম ইনস্টিটিউট
আগামী ১৬ ই জানুয়ারি দেশে করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে।ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় ভ্যাকসিন পৌঁছানোর কাজ চলছে। দুটি ভ্যাকসিন সংস্থার কাছ থেকে জরুরী কালীন ভ্যাকসিন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।। কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানালো সিরাম ইনস্টিটিউট।
সিরামের কর্তারা জানিয়েছেন এই টিকা নিলে এর পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপ কিছু ছোটখাটো উপসর্গ দেখা যাবে, গলা ব্যথা, বমি ভাব, জ্বর, কাশি ইত্যাদি হতে পারে। যদিও প্রতি ১০ জনের মধ্যে একজনের এইসব উপসর্গ দেখা দিতে পারে। এছাড়াও তলপেটে ব্যথা,প্রচন্ড ঘাম প্রভৃতি পার্শ্ব-প্রতিক্রিয়া প্রতি ১০০ জনে ১ জনের হওয়ার সম্ভাবনা আছে।
তবে সেরকম বড় কিছু না হলেও এইরকম ছোটখাটো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই কভিশিল্ডে। যদিও কারোণ এই রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় সেক্ষেত্রে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন। সিরামের টোল ফ্রি নাম্বার রয়েছে সেই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছেন, সেই নাম্বারটি হল-১৮০০১২০০১২৪.