ভারতে প্রথম প্রাণী সৎকারের বৈদ্যুতিক চুল্লি
ভারতে প্রথম প্রাণী সৎকারের বৈদ্যুতিক চুল্লি। এটি চালু হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতা শহরের বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ের ধারে দক্ষিণ দমদম এর প্রমোদনগর এর ডাম্পিং গ্রাউন্ড এর পাশে এই চুল্লি তৈরি করা হয়েছে। আগামী মঙ্গলবার এই চুল্লি উদ্বোধন করবেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম । শহরের বিভিন্ন জায়গায় এবং রাস্তার পাশে মৃত প্রাণী দের দেহ ফেলা হত। যেটা পরিবেশের ক্ষেত্রে খুবই ক্ষতিকর। দুর্গন্ধে মানুষের শ্বাস-প্রশ্বাস নেওয়ায় খুব সমস্যা হত।
এই বৈদ্যুতিক চুল্লি তৈরি করছেন কে এম ডি এ নামক একটি সংস্থা। রাস্তায় পড়ে থাকা গরু, ছাগল, কুকুর, শুকর, মোস এছাড়াও অন্যান্য প্রাণীদের এই চুল্লিতে পোড়ানো যাবে। এইসব মৃত প্রাণীদের সংস্কারের জন্য ভারতে প্রথম প্রাণী সৎকারের বৈদ্যুতিক চুল্লি তৈরি করা হয়েছে। তবে মৃত গৃহপালিত প্রাণী দের ক্ষেত্রে কোন চার্জ নেয়া হবে কিনা এখনো তা জানা যায়নি।