হাসপাতালে ভর্তি সুপারস্টার রজনীকান্ত
25/12/2020
Spread the love
শুক্রবার শারীরিক অসুস্থতার অনুভূতির জন্য হাসপাতালে ভর্তি সুপারস্টার রজনীকান্ত। হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে আজ সকালে তাঁকে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন রজনীকান্ত বাবুর রক্তচাপ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।
দক্ষিনের সুপারস্টার এর উপর হাসপাতাল এর তরফ থেকে বিশেষ নজর রাখা হয়েছে। মেডিকেল বোর্ড বসানো সম্ভাবনা চলছে। সকালে হঠাৎ অসুস্থ বোধ করায় হাসপাতলে ভর্তি সুপারস্টার রজনীকান্ত। কিছুদিন আগে শোনা গিয়েছিল তিনি নতুন রাজনৈতিক দল তৈরি করতে পারেন। কিছুদিন আগে তার একটি মুভির শুটিং চলছিল তবে সেখানে কয়েকজন কর্মী করোণায় আক্রান্ত হয়েছিলেন, তিনি আশংকায় থাকলেও তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল।