ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নিতিশ কুমার
বিহারে সপ্তম বারের জন্য জে ডি ইউ নেতা নিতিশ কুমার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন। একাধিক ভোট অংঙ্ক নিয়ে বিধানসভা নির্বাচনের নিতিশ কুমার জয়ী হওয়ার পরই মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়েছে।
নিতিশ কুমার কে পূর্ব ঘোষণা অনুযায়ী মুখ্যমন্ত্রী পদ দেয়া হয়েছে। এদিন বোঝা গিয়েছে বিহারে বিজেপি কোমর শক্ত করেছে। এবং তার সঙ্গে দুইজন উপ মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছেন। এবং তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে এবারে বিহারের উপ মুখ্যমন্ত্রী পদে দুইজন থাকবেন ।
এদিকে রীতিমতো ভোট গণিত মেনে নিয়ে নীতীশ কুমারের মন্ত্রিসভা গঠন করা হয়েছে। পার্টির নিরিখে ভারসাম্য যেমন ধরে রাখা হয়েছে তেমনই একটি সমতা রক্ষা চেষ্টা করা হয়েছে দলে অল্প এবং বর্ষিয়ান বয়সীদের নিয়ে।বিহারে এইদিন নীতীশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠান আর জে ডি বয়কট করে।
বিহারে এই প্রথমবার নীতীশ কুমারের শাসনকালে দুইজন উপ মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন।ভোট অংক সামনে রেখেই দুই তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বকে সচতুর ভাবে বেছে নিয়েছেন বিজেপি সরকার। এরা দুইজন হলেন তারাকিশোর এবং রেনু দেবী উল্লেখ্য একেবারে পিছিয়ে পড়া সম্প্রদায় এর প্রতিনিধি ছিলেন রেনু দেবী এবং বৈশ্ব সম্প্রদায়ের প্রতিনিধি ছিলেন তারাকিশোর। বিজেপি সরকার ওই সঙ্গে মহিলা ভোটারদের ভোট ব্যাংক সুনিশ্চিত করেছেন।