বর্ষবরণের রাতে জারি হতে পারে নাইট কার্ফু
রাজ্যে, বর্ষবরণের রাতে জারি হতে পারে নাইট কার্ফু।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের মুখ্য সচিবকে বর্ষবরণের রাতে কার্ফু জারি করার নির্দেশ দিয়েছেন। নতুন বর্ষের নতুন আবেগ সবাই যখন মিলেমিশে একাকার হবে তাতে ভাইরাসের প্রকোপ হঠাৎ পরিবর্তন হতে পারে।
এমনিতে নোবেল করোনাভাইরাস ভারতে তার বিস্তার আগের তুলনায় অনেকটা আয়ত্তে এসেছে। কিন্তু করোণা ভাইরাসের নতুন রূপ ভারত তথা সারা বিশ্বকে অস্বস্তিতে ফেলেছে। ইতিমধ্যেই এই নতুন ভাইরাসে আক্রান্ত ভারতের ২০ জন। তাই নিয়ে ডাক্তারি মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তাই বর্ষবরণের রাতে জারি হতে পারে নাইট কার্ফু।
যদিও এই নির্দেশ রাজ্যের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় তরফে এখন দেখার রাজ্যে এই সিদ্ধান্ত কতটা গ্রহণ করে। কলকাতা হাইকোর্টে বর্ষবরণের উৎসবে একটি মামলা তাতে হাইকোর্ট পুলিশদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন। পুজোর মতোই বর্ষবরণের রাতে জনসমাগম নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে বলা হয়েছে।