গুগল ম্যাপ এর মতই দেশীয় পদ্ধতিতে ম্যাপিং পোর্টাল ইসরোর
13/02/2021
Spread the love
আত্মনির্ভর ভারতের একটি নতুন অন্যতম পদক্ষেপ নিতে চলেছে। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। গুগল ম্যাপ এর মতই দেশীয় পদ্ধতিতে ম্যাপিং পোর্টাল ইসরোর। এটি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা (ISRO) ইসরো এবং ম্যাপ মাই ইন্ডিয়া (MAP MY INDIA) গুগল ম্যাপের একটি সম্পূর্ণ দেশীয় ম্যাপিং পেট্রোল তৈরি করতে হাত মিলিয়েছে।
ভারতীয়রা এতদিন গুগল ম্যাপের উপর নির্ভরশীল ছিল। এবার থেকে ভারতের তৈরি অ্যাপ এর উপরে কাজ চালাতে পারবে। এর অংশীদারিত্বে রয়েছে মহাকাশ গবেষণা বিষয়ক দপ্তর এবং সি ইনফো সিস্টেমের সম্মিলিত ভূস্থানিক দক্ষতা । এটি ভারতীয়দের কাছে খুবই গর্বের। আমাদের আর বিদেশের তৈরি গুগল ম্যাপের উপর নির্ভরশীল হতে হবে না ।