কোভ্যাকসিনের এর চূড়ান্ত ট্রায়াল , প্রথম স্বেচ্ছাসেবক মন্ত্রী অনিল ভিজ
আজ থেকে দেশীয় ভ্যাকসিন কোভ্যাকসিন এর তৃতীয় অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা শুরু হলো। এই পরীক্ষা-নিরীক্ষা তে স্বেচ্ছাসেবক হিসেবে হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ তার শারীরেই প্রথমেই এই টীকা প্রয়োগ করা হলো।এই প্রথম দেশের কোন মন্ত্রী করোনার ভ্যাকসিনের পরীক্ষা-নিরীক্ষার জন্য নিজেকে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত করেছেন। এবং এই কাজের জন্য তিনি নিজেই খুব উৎসাহী।
অনিল ভিজ নিজে এই কথা ট্যুইট করে জানিয়েছেন গতকাল তিনি লেখেন, আগামীকাল আমার ভারত বায়োটেক এর কোভ্যাকসিন টিকার প্রয়োগ হবে। বেলা ১১ টায় আম্বালা কনটেনমেন্টর সিভিল হাসপাতলে পি জি আই, রহতাক ও স্বাস্থ্য বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে এই টিকা প্রয়োগ করা হবে। তিনি আরো জানিয়েছেন ভারত বায়োটেক এর কোভ্যাকসিন পরীক্ষায় নিজের উপর টীকা প্রয়োগের জন্য প্রথম স্বেচ্ছাসেবক হিসেবে নিজের নাম আমি নথিভূক্ত করলাম
সারা বিশ্বে এখন করোণায় জর্জরিত, কোন দেশে এখনো চিকিৎসা সফল হতে পারেননি। বিভিন্ন দেশের প্রায় ১০০ রকমের ভ্যাকসিনের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে তাদের মধ্যে শেষ পর্যায় ৯ টি দেশ এগিয়ে রয়েছে। চূড়ান্ত পর্যায়ে এগিয়ে রয়েছে অক্সফোর্ড এস্ট্রোজেনেকার ভ্যাকসিন ,তার পরেই সাফল্য নিয়ে এগিয়ে চলেছে ভারতের দেশীয় ভ্যাকসিন কোভ্যাকসিন । দেশবাসী অপেক্ষা করে রয়েছে ভারত বায়োটেক তৈরি এই ভ্যাকসিন এর ওপর। এখনো পর্যন্ত এই ভ্যাকসিন এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। বিজ্ঞানীরা আশা ভরসা দিচ্ছেন এই ভ্যাকসিন সফল হবেই। দেশের ২০ টি গবেষণা কেন্দ্রের প্রায় ২৬ হাজার স্বেচ্ছাসেবকের উপর এই টিকার চূড়ান্ত পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।