বিশ্বের বিজ্ঞান শহরের তালিকায় কলকাতা শহর
29/09/2020
Spread the love

সারা পৃথিবীতে ১০০ টি বিজ্ঞান শহরের মধ্যে কলকাতা হল একটি অন্যতম শহর যা নেচার ইনন্ডেক্স রংর্ঙ্কিংয়ের নতুন সমীক্ষায় বলেছে।

বর্তমানে সুন্দরী কলকাতা শহর পৃথিবীর অন্যান্য শহরকে পিছনে ফেলে স্থান করে নিয়েছেন ৯৯ নম্বরে। এই আমাদের কলকাতা শহর বিজ্ঞান চর্চায় ও তার প্রয়োগ দেখিয়ে আজ উন্নত শিখরে পৌঁছে গেছে।

২০২০ সালে মরণব্যাধি করোনাভাইরাস কে অতিক্রম করে বিশ্বের বিশেষজ্ঞদের মতে আজ উচ্চশিখরে বিশ্বের শীর্ষ তালিকায় বেজিং, বেস্টন, নিউইয়র্ক এর মত শহরের পাশে আজ আমাদের গর্বের কলকাতা নিজের কৃতিত্ব ঠাঁই করে নিয়েছে।