মার্কিন প্রেসিডেন্টের লড়াইয়ে শেষ হাসি হাসলেন জো বিডেন
গত শনিবার ব্যাটেল গ্রাউন্ড স্টেট পেনসিল ভেনিয়ার গণনার ফলাফল হাতে আসতেই মার্কিন সংবাদমাধ্যম জো বিডেনকে পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে স্বীকার করে নেয়। ডোনাল ট্রাম কে হারিয়ে ৪৬ তমা মার্কিন প্রেসিডেন্টের আসন দখল করলেন ডেমোক্রেট জো বিডেন। শেষ খবর পাওয়া পর্যন্ত পেনসিল ভেনিয়ার ৩৫ হাজারের বেশি ভোটে এগিয়ে গিয়েছেন ডেমোক্রেট প্রার্থী এই প্রদেশের ২১ টি ইলেক্টোরাল ভোট মিলতেই সমস্ত ভাবনার অবসান ঘটে ২৮৪ টি ইলেক্টোরাল ভোট পেয়ে ম্যাজিক ফিগার ছাপিয়ে যায়। ডেমোক্র্যাটরা ফল জানার পরেই বিডেন টুইটারে লেখেন “সামনে কঠিন পরিস্থিতি কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি সকল আমেরিকা বাসীর প্রেসিডেন্ট হব”। ১৯৭০ সালে ডেলাওয়ারের নিউ ক্যাস্যল কাউন্সিল ম্যান নির্বাচিত হয়েছিলেন জো বিডেন তারপর তার বিজয় রথকে আর থামানো সম্ভব হয়নি। ৩০ বছর বয়সের মধ্যেই আমেরিকার সিলেট হিসেবে তাঁর প্রথম স্বপ্ন সফল হয় । ১৯৭২ সালে তৎকালীন জনপ্রিয় রিপাবলিক স্যনেটের স্যলব বগস এর বিক্ষোভ ডেমোক্রেট প্রার্থী হিসাবে তিনি নির্বাচিত হন। তিনি সবচেয়ে কম বয়সী পঞ্চম সেনেটর হিসেবে নির্বাচিত হন।
আমেরিকার ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন কমলা হ্যারিস। কিন্তু এদিকে বিদায়ী প্রেসিডেন্ট এত সহজে তার হার মানতে রাজি নয়। তিনি নির্বাচন কারচুপির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তিনি সংবাদ মাধ্যমকে জানান এ নির্বাচন এখনো অসমাপ্ত। কেননা বীরেন পন্থী সংবাদ মাধ্যমগুলি ওকে জয়ী ঘোষণা করেছে আমি জানি না কারণ ওরা চায়না সততা সামনে আসুক।