টোকিও অলিম্পিক এর মঞ্চে প্রথম পদক জয় ভারতের
24/07/2021
টোকিও অলিম্পিক এর মঞ্চে প্রথম পদক জয় ভারতের। শনিবার ৪৯ কেজি বিভাগে মীরাবাঈ চানু রুপো জিতে ইতিহাস গড়লেন। মীরাবাঈ চানু কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের স্বীকৃতি পেলেন টোকিও অলিম্পিকে। ২৬ বছরের অ্যাথলিট মীরাবাঈ চানু রুপো জিতে নজির গড়লেন।২০১৪ কমনওয়েলথ গেমস রুপো এবং ২০১৮ কমনওয়েলথ এ সোনা জিতেছিলেন মীরাবাঈ চানু। ২০১৭ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন মীরাবাঈ। গতবছর এশিয়ান চ্যাম্পিয়নশিপ ব্রোঞ্জ পদক পান তিনি।
চলতি বছর টোকিও অলিম্পিক (Tokyo Olympic) এ ভারতের প্রথম পদক জয়। এই বিভাগে সোনা জিতেছেন চীনের জিহু হউয়। দীর্ঘ ২১ বছর পর ৪৯ কেজি বিভাগে রুপো জিতে অপেক্ষার অবসান ঘটালেন মীরাবাঈ চানু। তাঁকে টুইটে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মীরাবাঈ চানু এই সাফল্য ভারতীয়দের অনুপ্রেরণা দেবে।