ঝড়খালিতে পর্যটক বোঝাই নৌকা উল্টে মৃত এক ও নিখোঁজ বহু
রবিবার সুন্দরবনে একটি বড়সড় দুর্ঘটনা ঘটে গেল , ঝড়খালিতে পর্যটক বোঝাই নৌকা উল্টে মৃত এক ও নিখোঁজ বহু। ঐদিন ঝড়খালি থেকে টু সিলিন্ডার যুক্ত নৌকা ভর্তি পর্যটক একটি দ্বীপে বাঘ দেখানোর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। যাত্রী সংখ্যা প্রায় ২৪ জন ছিল ওই নৌকোতে।
নৌকোতে যাত্রী সংখ্যা বেশি হয়ায় তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নৌকোর পাশ বরাবর জল ঢুকতে থাকে এবং অবশেষে মাতলা নদীর বুকে নৌকাডুবি ঘটে। এই ঘটনায় একজন পর্যটক এর মৃত্যু হয়েছে। এবং প্রায় ১০ থেকে ১২ জন পর্যটক নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। বনদপ্তর থেকে স্পিডবোট নিয়ে দ্রুত উদ্ধার কাজ শুরু হয়েছে ।কিন্তু বিকেল পর্যন্ত নিখোঁজ পর্যটকের সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ পর্যটকের মধ্যে তিনজন মহিলা রয়েছেন। বেশিরভাগ যাত্রীদের বাড়ি কলকাতা এলাকায়।প্রশাসনের তরফে জানানো হয়েছে ছোটো ডিঙ্গি নৌকা তে এত যাত্রী নেওয়ার জন্য এই নৌকাডুবি হয়েছে। স্পিড বোর্ড এবং লঞ্চ নামিয়ে আরো তল্লাশি চালানো চলছে। প্রশাসনের তরফে দুঃখ প্রকাশ করা হয়েছে।