হাওড়া কালকা মেলের নাম বদলে হল নেতাজি এক্সপ্রেস
বর্তমান বছর নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী , এই ১২৫ তম জন্মবার্ষিকীতে দেশ তথা রাজ্যে চলছে সাজো সাজো রব। দু’দিন আগেই নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পরেই আজকে, হাওড়া কালকা মেলের নাম বদলে হল নেতাজি এক্সপ্রেস, ঘোষণা করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ভোট রাজনীতিতে তুরুপের তাস নেতাজি সুভাষচন্দ্র বসু। দুদিন পরেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেতাজির ১২৫ তম জন্ম দিবসের উপলক্ষে কমিটি গঠন করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। সেখানে রাজ্যের প্রায় সমস্ত দলের সদস্যদের রাখা হয়েছে।
কালকা মেল এর নাম পরিবর্তনে নোটিশ সমস্ত রেলের দপ্তরকে পাঠিয়ে দেয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। যদিও প্রধানমন্ত্রীর পছন্দের পরাক্রম দিবসের নামটি মানতে পারলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চেয়েছিলেন নেতাজির জন্মদিবসকে দেশনায়ক দিবস হিসাবে। এছাড়াও তিনি বলেছেন কেন কেন্দ্র ২৩ শে জানুয়ারিকে জাতীয় ছুটি ঘোষণা করল না এই দাবি তিনি অনেক দিন আগে থেকেই জানিয়ে আসছেন। এবছর নেতাজীর জন্মদিন যথেষ্ট আড়ম্বর পূর্ণ ভাবে পালিত হবে।