গঙ্গাসাগর মেলা নিয়ে শুনানি হাইকোর্টের
07/01/2021
Spread the love
গঙ্গাসাগর মেলা নিয়ে শুনানি হাইকোর্টের । বর্তমান কোভিড পরিস্থিতিতে কিভাবে এই গঙ্গাসাগরের মত মেলা পরিচালনা করা সম্ভব?। এই নিয়ে একটি মামলার শুনানি হয়েছে। করোনার জন্য বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এবং কালী পূজার মতো পূজোতে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা হয়েছিল। এবং মানতে হয়েছিল তার বাধ্যবাধকতা।
যেখানে গঙ্গাসাগরের মত মেলা , পশ্চিমবঙ্গের সবচেয়ে জনবহুল মেলা। এই মেলা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা আছেন। এতে করোনার প্রভাব বাড়তে পারে এছাড়াও করোনা নতুন স্টেন ছাড়াতে পারে। হাইকোর্টের বিচারপতি বলেছেন “মানুষের জীবন আগে, তারপরেই পূজা পদ্ধতি”। যথেষ্ট পরিমাণ ব্যবস্থাপনা থাকলে কোভিড নিয়ন্ত্রণে আনা অসম্ভব। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছেযে, যথেষ্ট পরিমাণ এর ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের তরফে এও বলা হয়েছে এবছর পুণ্যার্থী অনেক কম হতে পারে। গত বছর প্রায় ২৫ লক্ষ পুণ্যার্থী হয়েছিল।
রাজ্য সরকার কি ধরনের স্বাস্থ্যসম্মত ব্যবস্থা নিয়েছে তার হলফনামা দিতে বলেছে হাইকোর্ট। আগামীকাল শুক্রবার সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে গঙ্গাসাগর মেলা নিয়ে শুনানি হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

2 Comments