কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেল গুগুলের পরিষেবা
14/12/2020
Spread the love
হঠাৎ বিশ্বজুড়ে বন্ধ হয়ে গেল গুগুলের পরিষেবা YouTube, Google Play Store, Google pay, Google maps, Google drive, Google photos, Google ads এবংGmail। এই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার জন্য অনেকের ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে। এটা যদিও নতুন ঘটনা নয় এর আগেও YouTube এর পরিষেবা বিঘ্নিত হয়েছিল। ফের আবার কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেল গুগুলের পরিষেবা।
আচমকা এই পরিষেবা বন্ধ হওয়ার কি কারণ তা এখনও জানায়নি সংস্থা।এইভাবে হঠাৎ করে মাঝে মাঝে পরিষেবা বন্ধ হওয়ায় অনেকের মনে প্রশ্ন জাগছে আমাদের সব তথ্য সুরক্ষিত আছে তো ? যদিও এই পরিষেবা কিছুক্ষণের মধ্যেই চালু করে দেয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে।