করোনা টিকা নিয়ে হতে পারে সাইবার ক্রাইম
করোনা টিকা নিয়ে হতে পারে সাইবার ক্রাইম , আগে ভাগে সতর্কের নির্দেশ কেন্দ্রের। করোনার ভ্যাকসিন তৈরির কাজ প্রায় শেষের দিকে। দুই থেকে একটি সংস্থার ট্রাইল সম্পূর্ণ হয়ে গেছে। এখন টিকাকরণ নিয়ে ভারত তথা সারা বিশ্বের সাজো সাজো রব শুরু হয়েছে, এবং তৈরি করতে হচ্ছে বিশেষ স্টোরেজের ব্যবস্থাপনা।
কিন্তু কিছু কিছু হ্যাকার এই মহামারীকে নিজেদের সুযোগ হিসেবে ব্যবহার করতে প্রস্তুত। ভ্যাকসিনের নাম করে সাধারণ মানুষদের কাছ থেকে তাদের ব্যক্তিগত তথ্য, ব্যাংক একাউন্ট, আধার নাম্বার, ই-মেইল প্রভৃতি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।যাতে করে ওই ব্যক্তিদের টাকা-পয়সা হাতিয়ে নিতে পারে সাইবার হ্যাকাররা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সতর্কতার নির্দেশ দিয়ে জানিয়েছেন, করোনা টিকা নিয়ে হতে পারে সাইবার ক্রাইম।
২০২১ সালের শুরুতেই ভ্যাকসিনের টিকাকরণের কাজ শুরু করে দেয়ার ব্যবস্থা করছে সরকার। তার জন্য সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে,এমনকি বিনামূল্যে এই ভ্যাকসিন এর টিকা করনের ঘোষণা করা হয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে।