১৩ ই জানুয়ারি থেকে করোনার টিকাকরন শুরু ভারতে
আগামী, ১৩ ই জানুয়ারি থেকে করোনার টিকাকরন শুরু ভারতে। আজ কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব এই কথা জানিয়েছে সংবাদমাধ্যমকে। জরির মাধ্যমে দুটি ভ্যাকসিন কে অগ্রাধিকার দেয়া হয়েছে, অক্সফোর্ডের কভিশিল্ড এবং ভারত বায়োটেক এর কো-ভ্যাকসিন। ইতিমধ্যেই করোনার নতুন স্টেন হু হু করে গতিবেগ বাড়িয়ে চলছে। ইতিমধ্যেই ৫৮ জন আক্রান্ত হয়েছে।
এখন এক মাত্র উপায় ভ্যাকসিন। এই ভ্যাকসিন দিয়ে করোনার চেন পুরোপুরি ভেঙে ফেলতে তৎপর সরকার। প্রাথমিকভাবে প্রথম পর্যায় ৫০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন প্রস্তুত। দেশের প্রায় ৩০ কোটি মানুষকে টিকাকরন করা হবে। তবে এ ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে ডাক্তার ,নার্স এবং ফ্রন্ট লাইন কর্মীদের। ইনাদের এই ভ্যাকসিন প্রথম দেয়া হবে।
দীর্ঘদিন এই ভ্যাকসিন আসা নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছিল বিভিন্ন মহলে। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে,১৩ ই জানুয়ারি থেকে করোনার টিকাকরন শুরু ভারতে। এরপর ধাপে ধাপে দেশের সমস্ত মানুষকে টিকাকরন করা হবে। প্রত্যেক ব্যক্তিকে দুটি করে ডোজ দেওয়া হবে। করোনা নিধন কেবলমাত্র সময়ের অপেক্ষা।