ডিসেম্বরেও খুলছেনা কলেজ- বিশ্ববিদ্যালয়
কলেজ-বিশ্ববিদ্যালয় গুলি আগামী ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। করোনার জন্য দীর্ঘ সাড়ে সাত মাস ধরে কলেজ-বিশ্ববিদ্যালয় গুলি বন্ধ হয়ে আছে। শিক্ষার্থীদের নিরাপত্তার দিকে লক্ষ্য রেখে ডিসেম্বরেও কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। আজ কলেজ- বিশ্ববিদ্যালয় উপাচার্যেদের সঙ্গে শিক্ষামন্ত্রী একটি ভার্চুয়াল সভা হয়েছিল, সেখানে আলোচনার মাধ্যমে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জানান আগামী ডিসেম্বর মাসে কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের ক্লাসগুলো অনলাইনে চালানো হয়েছিল, এমনকি ওই বর্ষের পরীক্ষা গুলো অনলাইনের মাধ্যমে নেয়া হয়েছিল। প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া প্রায় হয়ে গেছে,এখনো যে কটি আসন খালি আছে সেগুলো অনলাইনে ভর্তি করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
রাজ্যে আনলক পর্বে প্রায় সমস্ত কিছু খুলে দেয়া হয়েছে, অফিস- আদালত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান গুলোতেও অনুমোদন দেয়া হয়েছে। বাকি থাকার মধ্যে কেবলমাত্র স্কুল-কলেজ বন্ধ হয়ে আছে। বেশ কয়েকদিন স্কুল কলেজ খোলা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা সৃষ্টি হয়েছিল। সবাই ভেবেছিল হয়তো এবার কলেজ গুলো খুলে দিতে পারে।কিন্তু এই দিনের বৈঠকে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পার্থ চ্যাটার্জি ঘোষণা করেন যে, ডিসেম্বরের মাসেও খুলছেনা কলেজ বিশ্ববিদ্যালয়। করোনার প্রকোপ এখনো সম্পন্ন নিয়ন্ত্রণে আসেনি, সবাই এখনো ভ্যাকসিন ভরসায় অপেক্ষা করছেন। তার জন্য হয়তো এই সিদ্ধান্ত মনে করছেন অনেকে। আবার জানুয়ারিতে একটি সভা করে জানানো হবে পরবর্তী সিদ্ধান্ত।