কয়লা পাচার কান্ডে তদন্তে CBI
এবার কয়লা পাচার কান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করল সিবিআই। শনিবার সকাল থেকেই রাজ্যের ৩০ টি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআইয়ের আধিকারিকরা ,এই কাণ্ডে নাম উঠে এসেছে অনুপ মাঝি ওরফে লাল। সিবিআই এর ২২ টি দল এই লালার ঘনিষ্ঠদের বাড়িতে এবং অফিসে তল্লাশি চালাচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা, রানীগঞ্জ, দুর্গাপুর প্রভৃতি জায়গাতেই তল্লাশি চালানো হচ্ছে।
অনেকদিন থেকে অনুপ মাঝি এই কয়লা পাচার কাণ্ডে জড়িত। বহুদিন থেকে সিবিআই এর ওপর নজর রেখেছিলেন, কোথা থেকে কোথায় টাকা যেত। আর এই সব কাজগুলি জিএসটি ফাঁকি দিয়ে করা হতো, জিএসটি কাউন্সিলার ও এর বিরুদ্ধে আলাদাভাবে তদন্তে নেমেছে। পুলিশকে ভুয়ো জিএসটি বিল দেখিয়ে এই কাজ লালা খুব সহজভাবে করতে পারতো।অনু মাঝি এখন গোয়েন্দাদের ধরাছোঁয়ার বাইরে।
সাম্প্রতিক গরু পাচার কাণ্ডে জড়িত বিএসএফ কমান্ডার সতীশ কুমার কে গ্রেপ্তার করেছিল সিবিআই। সতীশ কুমার কে জেরা করে জানতে পারে ট্রাকে করে কয়লা পাচার করা হতো, এনামুল এই কয়লা পাচারে সাহায্য করতো অনুপ মাঝি কে। তাই সিবিআই একই সঙ্গে কয়লা পাচার এবং গরু পাচারের সঙ্গে নতুন কোনো রহস্য পাওয়া যায় কিনা তদন্তে নেমেছে।