বার্ড ফ্লু সতর্কতা দেশে, আক্রান্ত হতে পারে মানুষও
06/01/2021
Spread the love
বার্ড ফ্লু সর্তকতা দেশে, আক্রান্ত হতে পারে মানুষও। প্রায় ২৬ হাজার পাখি বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।এই নিয়ে বিভিন্ন রাজ্যে সর্তকতা জারি হয়েছে। এখনো পর্যন্ত হিমাচল প্রদেশে, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং কেরলে সর্তকতা জারি হয়েছে। বার্ড ফ্লু অভিযান ইনফ্লুয়েন্ঞ্জা নামে পরিচিত। এই ভাইরাস দ্রুত সংক্রমণ ছড়াতে পারে। এই ভাইরাস মানুষের মধ্যেও ছড়াতে পারে।
এই ভাইরাস অপরিষ্কার পোল্ট্রি এবং মৃত পাখি থেকে ছড়ায়। যদিও বিজ্ঞানীরা বলেছেন মানুষের শরীরে এই ভাইরাস সংক্রমণ হয় কিনা তা এখনো সঠিক তথ্য মেলেনি। যদিও, বার্ড ফ্লু সতর্কতা দেশে, কোনভাবে ঝুঁকি নেওয়া যাবে না।
এই রোগের প্রাথমিক উপসর্গ হলো শুকনো কাশি, শ্বাসকষ্ট এবং জ্বর। করোনা সংক্রমনের উপসর্গের মতই এই ভাইরাসের উপসর্গ। তাই এখন মুরগি মাংস খেতে গেলে সতর্কতার প্রয়োজন।