বিধ্বংসী আগুনে বিপর্যস্ত কলকাতায় তপসিয়ার বসতি এলাকায়
মঙ্গলবার দুপুর নাগাদ ফের অগ্নি আতঙ্ক ছড়ালো শহর কলকাতায় পার্কসারকাস এর কাছে তপসিয়া এলাকায়। পুড়ে নিশ্চিহ্ন হয়ে যায় ৬০ থেকে ৭০ কি ঝুফড়ি বাড়ি। তৎক্ষণাৎ দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং অগ্নি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
ঘটনাস্থলে প্রথমে দমকল এর করে ৬ টি ইঞ্জিন পাঠানো হয়। এবং পরিস্থিতি ভয়াবহ তার কারণে আরও ৬ খানা ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়।
ঘনবসতিপূর্ণ এলাকা হয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন কর্মীরা। কর্মীদের পাশাপাশি এলাকার বাসিন্দারা সহযোগিতায় হাত মিলিয়েছেন। খাল থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেছেন তারা।
সেখানে তেলের কারখানা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক অসুবিধা সম্মুখীন হতে হয়েছে কর্মীদের। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। তৎক্ষণাৎ সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে এবং ভিতরে কেউ আটকে নেই।
কিভাবে আগুন লাগলো তার সঠিক তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এলাকাতে একটি রং এর কারখানা ছিল সেখানে প্রথম আগুন লাগে সেখান থেকে আগুন পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে।