রোহিত শর্মা সহ ৫ ভারতীয় ক্রিকেটার আইসোলেশানে
সিডনি টেস্ট শুরুর আগে ভারতের ক্রিকেটমহলে বড় আশঙ্কার সৃষ্টি হয়েছে।রোহিত শর্মা সহ ৫ ভারতীয় ক্রিকেটার আইসোলেশানে। ভারতের ক্রিকেটারের বিরুদ্ধে জৈব সুরক্ষা বলয় লঙ্ঘনের অভিযোগ উঠেছে। একজন ব্যক্তি টুইট করে জানান তিনি একটি হোটেলে , রোহিত শর্মা, রিষভ পান্ত, নবদীপ সাইনি , শুভমান গিল, পৃথ্বী শ্বদের একসঙ্গে দেখেছেন, এমনকি তাদের খাবারের বিল মিটিয়েছেন বলে দাবি করছেন ,ওই ব্যক্তি পরে রিষভ পান্তের সঙ্গে আলিঙ্গন করেছেন বলে দাবি করছেন।
এই নিয়ে ক্রিকেটমহলে তোড়জোড় শুরু হয়ে গেছে। ভারতীয় ক্রিকেটার দের জৈব সুরক্ষার মধ্যে রাখা হয়েছিল। তাদের বাইরে হোটেলে খাওয়ার ও অনুমতি ছিল , কিন্তু কোন অপর ব্যক্তির সাথে আলিঙ্গন করা বর্তমান ক্রিকেটে নিয়ম বিরুদ্ধ। যদিও বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতীয় ক্রিকেটাররা এরকম কোন ব্যক্তির সঙ্গে আলিঙ্গন করেন নি। তবে ওই বিষয়ে সব কিছু খতিয়ে দেখা হচ্ছে , রোহিত শর্মা সহ ৫ ভারতীয় ক্রিকেটার আইসোলেশনে এ রাখা হয়েছে। এই ক্রিকেটাররা আলাদা ভাবে তাদের প্র্যাকটিস চালিয়ে যেতে পারবে।